সুয়ারেজের আতলেতিকো মাদ্রিদতে ৩-২ গোলে হারাল লিভারপুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে সুয়ারেজের আতলেতিকো মাদ্রিদতে ৩-২ গোলে হারাল লিভারপুল। ওয়ান্দা মেত্রোপলিতানোয় মাঠে সালাহ’র জোড়া গোলে জয় পায় অলরেডরা।
ম্যাচটা যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেটা সবারই জানা ছিল। প্রথম গোলটি করেন মোহাম্মদ সালাহ।অপর গোলদাতা নাবি কেইতার। তবে হাল ছাড়েনি অ্যাথলেটিকো মাদ্রিদ। দুই গোলে পিছিয়ে পরেও ফরাসি ফরওয়ার্ড গ্রিজমানের জোড়া গোলে ম্যাচে সমতায় ফেরায় অ্যাথলেটিকো। তবে খেলার ৫২ মিনিটে লাল কার্ডে মাঠ ছাড়েন গ্রিজমান। ১০ জনের অ্যাথলেটিকো নিজ মাঠেও আর পেরে উঠেনি লিভারপুলের সাথে। ৭৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে জিতিয়ে মাঠ ছাড়ে মোহাম্মদ সালাহ। এই জয়ে ‘বি’ গ্রুপের ৩ ম্যাচে সবকটিতে জয় নিয়ে টেবিলের শীর্ষ স্থানে আছে লিভারপুল। আর এক জয় এক হার এবং এক ড্র নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অ্যাথলেটিকো মাদ্রিদ।