সুয়েজ খালে আটকে গেছে বিশাল কন্টেইনারবাহী জাহাজ
- আপডেট সময় : ০৯:৪৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
মিশরের সুয়েজ খালে আটকা পড়া বিশাল কন্টেইনারবাহী জাহাজটি সরিয়ে নিতে আরও কয়েকদিন সময় লেগে যেতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
বুধবার স্থানীয় সময় ভোরে লোহিত সাগর থেকে ভূমধ্যসাগর যাওয়ার পথে দুই লাখ টন ওজনের ‘এমভি এভার গিভেন’ জাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে সরু খালটিতে আড়াআড়িভাবে আটকে যায়।কন্টেইনারবাহী এই জাহাজটি ঝড়ের কবলে পড়ে এভাবেই দুদিন ধরে আটকে আছে মিশরের সুয়েজ খালে। এসময়, নোঙর করার অপেক্ষায় ছিল পেছনে থাকা আরও ১৫টি জাহাজ।এতে, গোটা জলপথেই তৈরি হয় তীব্র জট। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জরুরি সহায়তাকারী দলের সদস্যরা। গুরুত্বপূর্ণ ওই বাণিজ্যিক রুট বন্ধ থাকায় আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করেছে তেলের দাম। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করা না গেলে সংকট আরও ঘনীভূত হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন বিশ্লেষকরা।২০১৮ সালে নির্মিত প্রায় ৪শ’ মিটার দীর্ঘ ও ৫৯ মিটার প্রশস্ত জাহাজটি তাইওয়ানের পরিবহন কোম্পানি এভারগ্রিন মেরিন পরিচালনা করে। পানামায় নিবন্ধিত জাহাজটি চীন থেকে মালবাহী কন্টেইনার নিয়ে নেদারল্যান্ডসের বন্দরনগরী রটারডামে যাচ্ছিল। দেড়শ বছরেরও বেশি পুরনো সুয়েজ খাল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট। আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যের প্রায় ১০ শতাংশ এ রুটে ব্যবহার করে হয়।