সুয়েজ খালে আটকে পড়া পানামার পতাকাবাহী জাহাজটিকে জব্দ করেছে মিসর
- আপডেট সময় : ০৭:২৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
সুয়েজ খালে আটকে পড়া পানামার পতাকাবাহী জাহাজটিকে জব্দ করেছে মিসর।
গুরুত্বপূর্ণ নৌপথ আটকে দেশটিকে রাজস্ব থেকে বঞ্চিত করায় ক্ষতিপূরণ হিসেবে জাহাজের মালিক পক্ষকে ৯০ কোটি ডলার জরিমানাও করেছে মিসরের আদালত। বুধবার সুয়েজ খাল কর্তৃপক্ষ বিষয়টি জানায়। সুয়েজ খাল কর্তৃপক্ষের প্রধান- ওসামা রাবি সরকারি সংবাদপত্র আল-আহরামকে জানান, ৯০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হওয়ায় এমভি এভার গিভেনকে জব্দ করা হয়েছে। নোঙর করা অবস্থায় এবং চলাচলের সময় জাহাজটির রক্ষণাবেক্ষণের খরচের ভিত্তিতে এ ক্ষতিপূরণ হিসাব করা হয়েছে। গত মাসে প্রায় আড়াআড়িভাবে আটকে পড়েছিল ‘এভার গিভেন’ নামের জাহাজটি। এতে সুয়েজ খালে জাহাজ চলাচল বন্ধ হয়ে যায়। খালের দুই প্রবেশমুখে জাহাজজট সৃষ্টি হয় । সমন্বিত নানা কৌশলের মাধ্যমে টানা প্রায় এক সপ্তাহ প্রচেষ্টার পর কনটেইনারবাহী জাহাজটি সরানো সম্ভব হয়। এর ফলে আবার চালু হয় সুয়েজ খাল ।