সেচ সংকটে সুনামগঞ্জ হাওরের কৃষকরা

- আপডেট সময় : ০২:৪০:৩৮ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩
- / ১৮০০ বার পড়া হয়েছে
বোরো মওসুম সেচ সংকটে পড়েছেন সুনামগঞ্জের হাওরের কৃষকরা। বিল সেচে ও হাওরের বাঁধ কেটে মাছ ধরায় পানি না থাকায় বন্ধ আছে বোরো বীজ বোনা। দ্রুত সময়ের মধ্যে হাওরে পানি পেতে টিউবওয়েল স্থাপন ও বিল খননের দাবি কৃষকদের।
সুনামগঞ্জের হাওরের নাম দেখার। পানির অভাবে জমি ফেটে চৌচির হয়ে গেছে। সেখানে হালচাষ চলছে পর্যাপ্ত পানি ছাড়াই। কৃষকরা দীর্ঘ ফিতা পাইপ দিয়ে কোন রকমে জমি ভিজিয়ে আবাদের উপযোগী করে তোলার চেষ্টা করছেন। সেচ সংকটে বন্ধ আছে বীজতলা থেকে ধানের চারা উত্তোলণ।
পানি মিলছে না হালিরহাওর, শনিরহাওর, পাকনার হাওর, করচার হাওর, ছায়ার হাওর, নলুয়ার হাওর, মাটিয়ান হাওরে। জেলার ৭টি উপজেলার হাজার হাজার কৃষক বোরো আবাদ নিয়ে পড়েছেন দুশ্চিন্তায়। চলতি বছর ২ লাখ ২২ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষমাত্রা নির্ধারণ করে দিয়েছে জেলা কৃষি বিভাগ।
বাজেটের স্বল্পতায় কৃষকরা প্রয়োজনীয় সাহায্য পাচ্ছেন না, জানালেন কৃষি কর্মকর্তা।
দ্রুত কার্যকর পদক্ষপের দাবি জানিয়েছেন ভোক্তভোগীরা।