সেঞ্চুরির লোভ দেখিয়ে তামিমের কাছ থেকে নিয়মিত ব্যাট নিতেন মাশরাফি
- আপডেট সময় : ০৯:১২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
সেঞ্চুরির লোভ দেখিয়ে তামিমের কাছ থেকে নিয়মিত ব্যাট নিতেন মাশরাফি। ঘরোয়া ক্রিকেটে মাশরাফির বলকেই বেশি শাসন করেছেন তামিম। অধিনায়ক ক্যারিয়ারে ৫০ জয়ের মধ্যে তিন স্বরনীয় জয়কে আলাদা করলেন মাশরাফি বিন মোর্ত্তজা। ফেইসবুক লাইভে এমন অনেক মজার স্মৃতি নিয়ে আড্ডা দিয়েছেন সাবেক ও বর্তমান অধিনায়ক মাশরাফি ও তামিম ইকবাল।
একজন সাবেক ওয়ানডে অধিনায়ক, অন্যজন বর্তমান। দু’জনেরই সময় কাটছে হোম কোয়ারিন্টাইনে। সোমবার রাতে এই দুই তারকা এসেছিলেন ফেইবুক লাইভে। করোনায় সব কিছু যখন থমকে আছে, তখন পুরনো দিনের স্মৃতি খুঁজে ফিরেন মাশরাফি বিন মোর্ত্তজা ও তামিম ইকবাল।
লাইভের এক পর্যায়ে খুনসুটিতে মাতেন দু’জন। তামিমের কাছ থেকে নাকি ব্লাকমেইল করে ব্যাট নিতেন মাশরাফি। তামিমের এমন মন্তব্যের সরল ব্যাখ্যা দিলেন নড়াইল এক্সপ্রেস।
ঘরোয়া ক্রিকেটে মাশরাফীর বলকেই বেশি শাসন করেছেন বলে দাবি তামিমের। তবে ছেড়ে দেবার পাত্র নন মাশরাফীও। তামিমকে বেশি রান করার সুযোগ দিতেই এমন প্রয়াস বলে জানান ম্যাশ।
মাশরাফির অধিনায়কত্বে ৫০টি ওয়ানডে জিতেছে বাংলাদেশ। এর মধ্যে কোন তিনটি গুরুত্বপূর্ণ জয়? তামিমের এমন প্রশ্নের উত্তরও দেন সাবেক ওয়ানডে অধিনায়ক।
দীর্ঘদিন ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। নবাগত অধিনায়কের কাছে সেই অভিজ্ঞতা শেয়ার করার পাশাপাশি পরামর্শও দিয়েছেন নড়াইল এক্সপ্রেস।