সেতুর অভাবে সাঁকো দিয়ে পারাপার হচ্ছে খাগড়াছড়ির গ্রামের বাসিন্দারা

- আপডেট সময় : ১২:৪৬:১২ অপরাহ্ন, রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
সেতুর অভাবে সাঁকো দিয়ে পারাপার হচ্ছে খাগড়াছড়ির উত্তর গঞ্জপাড়া ও গোলাবাড়ি গ্রামের বাসিন্দারা। শুষ্ক মৌসুমে সাঁকো দিয়ে পারাপার হলেও বর্ষা মৌসুমে এসব গ্রামের হাজার হাজার মানুষ হয়ে পড়েন যোগাযোগ বিচ্ছিন্ন। নৌকা দিয়ে ঝুঁকিপূর্ণভাবে পারাপারে প্রতিবছর ঘটছে দুর্ঘটনা।
খাগড়াছড়ি শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে উত্তর গঞ্জপাড়া ও গোলাবাড়ি গ্রাম দুইটি। জেলা শহর থেকে গ্রাম দুইটিকে আলাদা করেছে চেঙ্গী নদী। তবে, নদীর উপর সেতু না থাকায় শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে পারাপার চললেও বর্ষাকালে বাড়ে ভোগান্তি। নৌকা দিয়ে ঝুঁকিপূর্ণ চলাচল করতে গিয়ে প্রতিবছর ঘটছে দুর্ঘটনা। সরাসরি সড়ক যোগাযোগ না থাকায় ব্যাহত হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড।
এদিকে, উন্নয়ন সংস্থাগুলোর সাথে সমন্বয় করে দ্রুত সেতু নির্মাণের উদ্যোগের কথা জানালেন উপজেলা পরিষদ চেয়ারম্যান। শুধু জনপ্রতিনিধিদের আশ্বাস নয়, শিগগরিই সেতুটির বাস্তবায়ন দেখতে চান গ্রামবাসীরা।