সেনা আইন অনুযায়ী জিয়াউর রহমানের মরণোত্তর বিচার হওয়া উচিত : নানক
- আপডেট সময় : ০৯:৩০:৩০ অপরাহ্ন, সোমবার, ১১ জানুয়ারী ২০২১
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
দেশে গণতন্ত্র এবং সকল শৃঙ্খলা ধ্বংস করার অপরাধে সেনা আইন অনুযায়ী জিয়াউর রহমানের মরণোত্তর বিচার হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়াজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এদিকে, বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত শোক সভায় তথ্যমন্ত্রী বলেছেন, আন্দোলনের নামে সারাদেশে শতাধিক গাড়ি চালক হত্যা করেছিল বিএনপি।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সোমবার এই সভার আয়োজক স্বেচ্ছাসেবক লীগ। সভাপতি নির্মল রঞ্জন গুহর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিমসহ কেন্দ্রীয় নেতারা।
প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক অভিযোগ করে বলেন, এ দেশের নির্বাচন ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে গিয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।
এদিকে, বঙ্গবন্ধু অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী ব্যক্তিগত গাড়ী চালক শাহজাহান মোল্লা স্মরণে দোয়া, মাহফিল ও শোক সভায় প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
এ সময় বিএনপির জ্বালাও পোড়াও রাজনীতির সমালোচনা করেন তথ্যমন্ত্রী তিনি।
পরে শাহজাহান মোল্লার আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।