সেনা প্রত্যাহারের সময়সীমার আগেই সব বিদেশি বাহিনীকে আফগানিস্তান ছাড়তে হবে
- আপডেট সময় : ০১:৫৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
সেনা প্রত্যাহারের সময়সীমার আগেই সব বিদেশি বাহিনীকে আফগানিস্তান ছাড়তে হবে বলে হুঁশিয়ারী দিয়েছেন তালেবানের মুখপাত্র সুহাইল সাহিন।
ঘোষিত সময়সীমার পর অবস্থান করলে, তাদের দখলদারের তকমা ও ঝুঁকি মাথায় নিয়ে থাকতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। সরকারি বাহিনী যখন একাই নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, তালেবান তখন একের পর এক অঞ্চলের দখল নিচ্ছে। ফলে কাবুলের আগামী দিনের পরিস্থিতি কী দাড়ায় তা নিয়ে পশ্চিমা নেতাদের মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো জোটের দুই দশকের আফগান মিশন শেষের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। বর্তমান আফগান সরকারকে ‘মৃত্যুপথযাত্রী’ হিসেবে আখ্যা দিয়ে তালেবান মুখপাত্র আফগানিস্তানকে ‘ইসলামী আমিরাত’ ঘোষণার ইঙ্গিত দেন। আফগান সরকারের নির্বাচনের দাবিকে তারা আমলে নেবে না বলেই মনে করা হচ্ছে।