সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে
- আপডেট সময় : ০১:১৩:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
সেনাবাহিনীকে নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করা হচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে, সেনাপ্রধান বলেন, আল-জাজিরার বিরুদ্ধে ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।
আজ মঙ্গলবার সকালে নতুন সেনাবৈমানিকদের ব্রেভেট প্রদান অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। কিছুদিন ধরে দেশের বাইরে থেকে বাংলাদেশ সেনাবাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে- সে বিষয়ে সেনাপ্রধানের বক্তব্য জানতে চান সাংবাদিকরা। এসময় মিথ্যা তথ্য প্রচারকারীদের সতর্ক করে তিনি বলেন, সশস্ত্রবাহিনীর সঙ্গে খেলতে আসবেন না। আল জাজিরার প্রতিবেদন ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে সেনাবাহিনী। এই অপচেষ্টা সেনাবাহিনীর চেইন অফ কমান্ডে প্রভাব ফেলবে না। জেনারেল আজিজ বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ হোক, বহির্বিশ্বের হোক যে কোনো সমস্যা মোকাবিলার জন্য আমরা সাংবিধানিকভাবে ঐক্যবদ্ধ। এটা নিয়ে আমার মনে হয় কোনো দুশ্চিন্তা করার তেমন কিছু নেই। এদিকে, সোমবার আইএসপিআর-এর এক প্রতিবাদলিপিতে জানানো হয়; পেশাগতভাবে দক্ষ এবং সবার কাছে গ্রহণযোগ্য সেনাবাহিনীর প্রধানকে নিয়ে আল জাজিরা উদ্দেশ্যমূলক প্রতিবেদন প্রকাশ করেছে।