সেনাবাহিনীর আধুনিকায়নে সরকার সম্পূর্ণ সহযোগিতা করছে : সেনাপ্রধান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে সরকার সম্পূর্ণ সহযোগিতা করছে বলে জানিয়েছেন বাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সকালে ময়মনসিংহ সেনানিবাসে সিএএস ট্রফি ফায়ারিং প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পরে তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল এম এম মতিউর রহমানসহ উর্ধ্বতন সেনা কর্মকর্তা ও ঘাটাইল অঞ্চলের ইউনিট ও সংস্থার অফিসার, জেসিও এবং সৈনিকরা উপস্থিত ছিলেন।প্রতিযোগিতায় ৯টি পদাতিক ডিভিশন ও ৫টি বিগ্রেডসহ ১৫টি ফর্মেশন থেকে ২৯টি দল অংশগ্রহণ করে। এতে ১০ পদাতিক ডিভিশনের বীরদল চ্যাম্পিয়ন এবং ৫৫ পদাতিক ডিভিশনের ১৪ বেঙ্গল দল রানারআপ হয়।