সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতে জাহাজ চলাচল শুরু হচ্ছে কাল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
কক্সবাজারের অন্যতম পর্যটন কেন্দ্র দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতে জাহাজ চলাচল শুরু হচ্ছে কাল।
প্রথমদিন কেয়ারি ডাইন নামের একটি জাহাজ প্রায় ৩৫০যাত্রী নিয়ে টেকনাফ থেকে যাত্রা শুরু করার কথা রয়েছে। ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কক্সবাজার-টুয়াক জানায়, সেন্টমার্টিন দ্বীপের একমাত্র জেটিটি ভঙ্গুরপ্রায়। এটি চরম ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় মৌসুম শুরুর দেড় মাস হয়ে গেলেও সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু করা যায়নি। কিন্তু প্রশাসনের তদারকিতে ভঙ্গুর জেটিটি সংস্কার করা হচ্ছিল অনেক আগ থেকেই। এতে করে চলাচলের উপযোগী হওয়ায় আগামীকাল থেকে পরীক্ষামূলক এ মৌসুমের প্রথম জাহাজ যাত্রা শুরু করবে। এদিন পর্যটকরা নিরাপদ যাতায়াত করতে সক্ষম হলে বাকি জাহাজগুলোও পর্যটক সেবায় চলাচল করবে বলে জানান তিনি।