সেপ্টেম্বরে দেশে চা উৎপাদনে নতুন রেকর্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৪:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
মজুরি নিয়ে চা-শ্রমিকদের আন্দোলনের পর সেপ্টেম্বরে দেশে চা উৎপাদনে নতুন রেকর্ড হয়েছে। এ সময়ে সারাদেশের ১৬৭টি বাগান এবং ক্ষুদ্রায়তন চা-বাগানে উৎপাদন হয়েছে ১ কোটি ৪৭ লাখ কেজি চা।
এর আগে মাসভিত্তিক সর্বোচ্চ উৎপাদনের রেকর্ড ছিল গত বছরের অক্টোবরে। ওই মাসে ১ কোটি ৪৫ লাখ কেজি চা উৎপাদন হয়। বাংলাদেশ চা বোর্ড জানায়, গত সেপ্টেম্বরে রেকর্ড উৎপাদন চা-শিল্পের জন্য অত্যন্ত ইতিবাচক। প্রয়োজনীয় বৃষ্টি, সঠিক সময়ে ভর্তুকি মূল্যে সার বিতরণ, চা রপ্তানির ক্ষেত্রে প্রণোদনা, নিয়মিত বাগান তদারকি, শ্রমিক মজুরি বৃদ্ধি ও শ্রমকল্যাণ নিশ্চিত করায় এ বছর চায়ের উৎপাদন ইতিবাচক ধারায় রয়েছে। সরকারের নানা উদ্যোগের পাশাপাশি বাগান-মালিক, চা ব্যবসায়ী ও চা-শ্রমিকদের ধারাবাহিক প্রচেষ্টার ফলে চা-শিল্পের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে বলে জানায় চা-বোর্ড।