সেবার মানসিকতা নিয়ে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০৭:১৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৩০ বার পড়া হয়েছে
জনগণের পাশে থেকে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচনের আগে জনগণকে দেয়া ওয়াদা পূরণ করারও আহবান জানান প্রধানমন্ত্রী। চট্টগ্রাম সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চট্টগ্রাম সিটি করপোরেশনের নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরীকে প্রধানমন্ত্রী ও কাউন্সিলরদেরকে শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী।
জনগনকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে জনপ্রতিনিধিদের দায়িত্বশীল হবার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।করোনার টিকা সর্বস্তরে সহজ প্রক্রিয়া পৌঁছে দেবারও নির্দেশ দেন সরকার প্রধান। মুজিববর্ষ উপলক্ষ্যে আরো ৫০ হাজার ঘর নির্মাণে ১ হাজার কোটি টাকা বরাদ্দের ঘোষণাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।