সৈয়দ আশরাফুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ
- আপডেট সময় : ০৬:২২:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩
- / ১৮০৩ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ এর ৩ জানুয়ারি ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সকালে বনানী কবরস্থানে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। পরে তিনি বলেন, বিএনপির আন্দোলনে জনসম্পৃক্ততা নেই।
সৈয়দ আশরাফুল ইসলাম একটি নাম, একটি ইতিহাস। জাতীয় চার নেতার অন্যতম সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফ ছিলেন আপাদমস্তক একজন রাজনীতিবিদ। নির্লোভ ও সজ্জন হিসেবে মানুষের কাছে সমাদৃত ছিলেন তিনি।
২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত তিনি ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। পরে, দলের সভাপতিমন্ডলীর সদস্য করা হয়। মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, জনপ্রসাশন এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে।
চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তার সমাধিতে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, তার মৃত্যু ছিলো অপ্রত্যাশিত। নতুন প্রজন্মের কাছে সৈয়দ আশরাফের আদর্শ অনুকরনীয় বলেও মন্তব্য করেন ড. হাছান মাহমুদ।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলনের সাথে তাদের নিজ দলের কর্মীরাও নেই।
পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদনের পর, সৈয়দ আশরাফের বোন বলেন, নির্লোভ আদর্শের রাজনীতি করেছেন তিনি।
এছাড়া, শ্রদ্ধা নিবেদন করেন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।