সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে ৪০শিক্ষার্থী সুযোগ পেয়েছে সরকারি মেডিকেল কলেজে
- আপডেট সময় : ০২:০১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
শিক্ষার্থীদের একাগ্রতা আর শিক্ষকদের আন্তরিকতায় দিন দিন সাফল্যের অনন্য চূড়ায় জায়গা করে নিয়েছে নীলফামারীর সৈয়দপুর বিজ্ঞান কলেজ। এবার এ কলেজ থেকে ৪০শিক্ষার্থী সুযোগ পেয়েছে সরকারি মেডিকেল কলেজে। মেডিকেল ছাড়াও বিগত কয়েক বছরে দেশ সেরা বিভিন্ন প্রকৌশল, কৃষি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সাফল্য দেখিয়েছে এখানকার শিক্ষার্থীরা।
১৯৬৪ সালে সৈয়দপুর কারিগড়ি মহাবিদ্যালয় প্রতিষ্ঠার পর ২০১৯ সালে নতুন নামকরণ হয় সৈয়দপুর বিজ্ঞান কলেজ নামে। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের একাগ্রতার পাশাপাশি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের আন্তরিক পাঠদানের কারণে সবার নজরে আসে উত্তরাঞ্চলের গেটওয়ে খ্যাত সৈয়দপুর শহরের এই প্রতিষ্ঠানটি। সর্বশেষ ২০২০ সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে ৪০ জন শিক্ষার্থী সরকারি মেডিকেলে ভর্তির সাফল্য দেখিয়েছে।
এবারই প্রথম নয়, বিগত কয়েক বছরে সরকারি মেডিকেলের পাশাপাশি বিভিন্ন প্রকৌশল, কৃষি ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় উল্লেখজনক সংখ্যক শিক্ষার্থী সাফল্য দেখিয়েছে। ২০১৫ থেকে ২০২০, এই ৬ বছরে গড়ে ৩৫ জনের বেশি শিক্ষার্থী চান্স পেয়েছে সরকারি মেডিকেলে। একইসময়ে প্রতিষ্ঠানটি থেকে শুধু বুয়েটেই সুযোগ পেয়েছে ৪৯ শিক্ষার্থী। এছাড়া বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি উচ্চ শিক্ষার নাম করা প্রতিষ্ঠানেও সুযোগ পায় এই কলেজের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের একাগ্রতা ও শিক্ষকদের আন্তরিকতা এই শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। প্রতিষ্ঠার পর থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানটিরাজনৈতিক প্রভাবমুক্ত রয়েছে । ফলে দিন দিন সাফল্যের হার বেড়েই চলেছে।
সৈয়দপুরের এই প্রতিষ্ঠানের অভিজ্ঞতা দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছড়িয়ে দেয়া গেলে উচ্চ শিক্ষায় সুযোগের পাশা-পাশি শিক্ষার মান আরো বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্ঠরা।