সোনাপুর-চৌরাস্তা সড়ক ফোর লেনের কাজের মেয়াদ তৃতীয় বার বৃদ্ধির পরও শেষ না হওয়ায় শংকা
- আপডেট সময় : ০৮:৩৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১১ এপ্রিল ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
নোয়াখালীর সোনাপুর-চৌরাস্তা সড়ক ফোর লেনে উন্নীত করার কাজ তৃতীয় বারের মত মেয়াদ বৃদ্ধির পরও, শেষ না হওয়ার শংকা দেখা দিয়েছে। কাজের ধীর গতিতে ধুলাবালি, খানাখন্দ আর যানজটে জনদূর্ভোগ চরমে উঠেছে। ঠিকাদার প্রতিষ্ঠান বলছে, জমি অধিগ্রহন, জরুরী পরিসেবা অপসারন, সরকারী-বেসরকারী স্থাপনা ও অবৈধ দখল উচ্ছেদ না হলে, চলতি মেয়াদেও ফোর লেনের কাজ শেষ হবে না।
নোয়াখালীর সোনাপুর-চৌরাস্তা ১৩ দশমিক ৩৮ কিলোমিটার সড়কের ৩টি প্যাকেজের মধ্যে ২ও ৩নং প্যাকেজের ৮ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কাজ দীর্ঘ চার বছরের অধিক সময়েও শেষ করতে পারেনি দু’টি ঠিকাদারী প্রতিষ্ঠান।
কাজের ধীর গতিতে, সড়কটি ধুলাবালিতে একাকার থাকে। বিভিন্ন স্থানে খানাখন্দের কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। আর যানজটের কারণে জনদূর্ভোগ চরমে উঠেছে। ক্ষুব্দ চলাচলকারীরা।
দীর্ঘদিনের পুরানো সড়কটির উপর এখও বিদ্যমান বিদ্যুতের খুটিঁসহ বিভিন্ন স্থাপনা। ভক্সপপ
কর্তৃপক্ষ বলছে, জায়গা খালি না পাওয়ায় পরিসেবাগুলো স্থানান্তর করা যাচ্ছে না।
২০১৮ সালে এই ফোর লেনের কাজ শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালে।নির্দিষ্ট মেয়াদে শেষ না হওয়ায় দু’দফায় ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। চলতি মেয়াদেও কাজ শেষ না হওয়ার শংকা ঠিকাদারের।
তবে সড়ক বিভাগ চলতি মেয়াদে ফোর লেনের কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী।
দ্রুত ফোর লেনের কাজ শেষ করার দাবি নোয়াখালীবাসীর।