সোনারগাঁওয়ে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
- / ১৫৮২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে অনন্ত ৩০ জন আহত হয়েছেন। এ ঘটনায় কর্মী সম্মেলন পণ্ড হয়ে যায়।
গতকাল বিকেলে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে পরাজিত হন নাসির উদ্দিন। কর্মী সম্মেলনে ওই প্রসঙ্গ টেনে বিরূপ মন্তব্য করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু বকর সিদ্দিক। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে নাসিরের কর্মী-সমর্থকরা। পরে, দু’পক্ষের সংঘর্ষে সম্মেলন স্থগিত করা হয়। উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শামসুল ইসলাম ভূঁইয়া বলেন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি উস্কানিমূলক বক্তব্য দেন। এ নিয়ে উত্তেজনা তৈরি হলে চেয়ার ছোড়াছুড়ি হয়। পরে, ঘটনা আরও বড় হলে সম্মেলন বন্ধ করে দেয়া হয়। সোনারগাঁ থানার পরিদর্শক মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঠানো হয়।