সোমালিয়ান জলসস্যুদের হাতে জিম্মি নাবিকদের নিয়ে দুশ্চিন্তায় স্বজনরা
- আপডেট সময় : ০৯:৪৯:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
- / ১৬৮৬ বার পড়া হয়েছে
সোমালিয়ান জলসস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি নাগরিকদের নিয়ে দুশ্চিন্তায় তাদের স্বজনরা। এর মধ্য পরিবারের সাথে শেষ কথা হয় এমভি আবদুল্লাহ জাহাজের প্রধান প্রকৌশলী আতিকুল্লাহ খানের। সবশেষ হোয়াটসঅ্যাপে তিনি তার স্ত্রীকে জানান, মুক্তিপণ না দিলে জিম্মিদের একে একে মেরে ফেলার হুমকি দিয়েছে জলদস্যুরা। এরপর থকেই নানা উৎকণ্ঠায় জিম্মি ২৩ নাবিকের পরিবার।
তিন সন্তানের জনক আতিকুল্লাহর স্থির ছবিতে চুমু দিয়ে যেন বাবার মঙ্গল কামনা করছে তার শিশু কন্যা ও বাকী দুই সন্তান। বাবা কে নিরাপদে ফিরে পেতে জানান আকুতি।
সন্তানকে নিরাপদে ফিরে পেতে অপেক্ষা এই মায়ের। তাদের মতোই জিম্মি জাহাজের নাবিকদের পরিবারও রয়েছেন উৎকন্ঠায়। সরকারের কাছে প্রিয়জনদের উদ্ধারের দাবি তাদের।
জিম্মি দশা থেকে তাদের অবস্থা জানিয়ে একটি অডিও দিয়েছেন জাহাজের প্রধান কর্মকর্তা আতিক উল্লাহ খানবর্তমানে জলদস্যুরা সোমালিয়া উপকূলে দিকে নিয়ে যাচ্ছে জাহাজটি। জাহাজের নাবিক ও ক্রুদের একটি কেবিনে রাখা হয়েছে। তবে এখনো দস্যুদের সাথে যোগাযোগ হয়নি জাহাজ মালিক কর্তৃপক্ষের। তারা ধারণা করছেন একদিন পর জাহাজটি সোমালিয়া উপকূলে পৌঁছার পর দস্যুদের দাবি-দাওয়া সম্পর্কে জানা যাবে।
এর আগে ২০১০ সালে একই প্রতিষ্ঠানের জাহান মণি নামে একটি জাহাজ ও ২৬ নাবিক-ক্রু কে জিম্মি করে সোমালিয়ান জলদস্যুরা। মুক্তিপণ পাওয়ায় ১০০ দিন পর ছাড়া হয় তাদের।