সোহরাওয়ার্দী উদ্যানের ছাত্রসমাবেশে ঢল নেমেছে ছাত্রলীগের নেতাকর্মীদের
- আপডেট সময় : ০৮:০২:২১ অপরাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬০৪ বার পড়া হয়েছে
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের ছাত্রসমাবেশে ঢল নামে ছাত্রলীগের নেতাকর্মীদের। সকাল থেকে সারাদেশ থেকে আসা নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে, সমাবেশস্থলের প্রবেশ মুখগুলোসহ আশেপাশের এলাকা। সমাবেশকে সফল করার পাশাপাশি আগামী নির্বাচনে ব্যালট বিপ্লবের মাধ্যমে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসার প্রত্যয় জানান ছাত্রলীগের তৃণমূলের নেতাকর্মীরা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে কেন্দ্রীয় ছাত্রলীগ আয়োজিত ছাত্রসমাবেশে যোগ দিতেই নেতাকর্মীদের এই ঢল। ব্যানার ফ্যাস্টুন আর মিছিল নিয়ে সমাবেশের প্রবেশ মূখ টিএসসি এবং বাংলা একাডেমীর সামনে অবস্থান নেয় সারাদেশ থেকে আসা ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদের শ্লোগানে মুখরিত হয় আশেপাশের পুরো এলাকা।
নির্বাচনের আগে আওয়ামী লীগেরঐতিহ্যবাহী ছাত্র সংঠনের সমাবেশকে সফল করতেই রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এসেছেন অনেকে। আগামী নির্বাচন পর্যন্ত রাজপথে থাকার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে থাকার প্রত্যয় জানান ছাত্রলীগ নেতাকর্মীরা। সমাবেশকে ঘিরে নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত ছিলো আইন শৃঙ্খলাবাহিনী সদস্যরাও।