ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সম্ভাব্য আলোচনা স্থগিত করেছে সৌদি আরব

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২১:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
- / ১৯৮৫ বার পড়া হয়েছে
ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে সম্ভাব্য আলোচনা স্থগিত করেছে সৌদি আরব। সৌদি-ইসরায়েল সম্পর্ক নিয়ে সংশ্লিষ্ট একটি সূত্র আজ এ তথ্য জানায়।
এই বিষয়ে ইতিমধ্যে মার্কিন কর্মকর্তাদের অবগত করেছে দেশটি। গত ৭ অক্টোবর ভোরের দিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ভয়াবহ হামলা চালায় গাজার ক্ষমতাসীনগোষ্ঠী হামাস। এখনো তারা স্বল্প পরিসরে রকেট হামলা চালাচ্ছে।
এর জবাবে গাজা উপত্যকায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। দিনদিন সেই হামলা জোরালো হচ্ছে। উভয়পক্ষের চলমান এই হামলা-পাল্টা হামলার এক সপ্তাহ চলছে আজ। এরই প্রভাব পড়েছে সৌদি-ইসরায়েল আলোচনায়। মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী দেশ সৌদি আরব কখনোই ইসরায়লকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি।