সৌদি থেকে ৪১৯ হাজি নিয়ে ঢাকায় পৌঁছেছে বিমানের প্রথম ফ্লাইট
- আপডেট সময় : ০২:০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
- / ১৬৫৩ বার পড়া হয়েছে
হজ শেষে বাংলাদেশ থেকে যাওয়া প্রায় সোয়া লাখ হাজির ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। সৌদি থেকে ৪১৯ জন হাজি নিয়ে ঢাকায় পৌঁছেছে বিমানের প্রথম ফ্লাইট। আজ আরও ৩টি ফ্লাইট আসবে। এর আগে রবিবার সন্ধ্যায় সৌদির ফ্লাইনাস এয়ারলাইন্সে আরো ৩৩৩ জন হজ যাত্রী দেশে পৌঁছেছে।
চলতি মৌসুমে হজের আনুষ্ঠানিকতা শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে হজযাত্রীদের। রোববার সন্ধ্যায় ফ্লাইনাস এয়ারলাইন্সে ৩৩৩ জন যাত্রী নিয়ে প্রথম ফিরতি ফ্লাইটের আনুষ্ঠানিকতা শুরু হয়।
তার ধারাবাহিকতায় সরকারি ব্যবস্থাপনায় সোমবার ৪১৯ জন হাজি নিয়ে ভোর ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিরতি প্রথম ফ্লাইট অবতরণ করে। এখন প্রতিদিন বিভিন্ন এয়ারলাইনস হাজীরা দেশে ফিরবেন।
হজ্জের সকল আনুষ্ঠানিকতা শেষে সুস্থ্য ভাবে দেশে ফিরে আনন্দের কথা জানান হাজীরা।
এবারে হজ্জ ব্যবস্থাপনা নিয়েও খুশি তারা।
পরিবার-পরিজনের পাশাপাশি মুসলিম উম্মা ও দেশবাসীর জন্য দোয়া করেছেন বলেও জানান হাজীরা।
হজ চলাকালীন সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ৪৩ জন হাজি। এরমধ্যে পুরুষ ৩৫ জন এবং ৮ জন নারী। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ছাড়াও ফ্লাইনাস ও সৌদী এয়ারলাইনস যাত্রীদেরও জমজম এর পানি দেয়া হচ্ছে বলে জানান বিমান বাংলাদেশ এয়ারলাইনস কতৃপক্ষ।
এ বছর বাংলাদেশ থেকে ব্যবস্থাপনা সদস্যসহ মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন সৌদি আরবে যান।