সৌদি নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় ইয়েমেনে কমপক্ষে ২০ জন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৭:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় ইয়েমেনে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। হুতিদের স্থাপনা লক্ষ্য করে গতকাল এ হামলা চালানো হয়। দুই বছরের মধ্যে এটি সবচেয়ে ভয়াবহ প্রাণঘাতি হামলা।
ইয়েমেনের রাজধানী সানায় হুতিদের সামরিক শাখার নেতা আবদুল্লাহ কাশিম আল-জুনাইদের বাসভবন লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে ওই নেতার স্ত্রী-ছেলেসহ ১৪ জন নিহত হন। সোমবারের আরেক হামলায় নিহতের তালিকায় আছেন আরো তিনজন। সেদিনই সৌদি আরবের দিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছিল হুতিরা। সানায় হামলার পর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। হামলার বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আলোচনার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত।