সৌদির সাথে মিল রেখে আজ দেশের বিভিন্ন স্থানে উদযাপিত ঈদ
- আপডেট সময় : ০৮:৪৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
- / ১৬৮১ বার পড়া হয়েছে
সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ঈদ উদযাপন করছে চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামের বাসিন্দারা। মুলত সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরাই সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করেন। সকাল সাড়ে ৮টায় মির্জাখীল দরবার শরীফের খানকা মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
বরিশালের ৬ উপজেলায় পালিত হচ্ছে ঈদ। এইসব উপজেলার বাসিন্দারা চট্টগ্রামের চন্দনাইশ শাহসুফি দরবার শরিফ এবং আহমাদিয়া জামাতের অনুসারী। নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়ায় হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদ্রাসায় জাহাগিরিয়া তরিকার অনুসারীরা ঈদের নামাজ আদায় করেন। পটুয়াখালীর বদরপুর দরবার শরীফসহ অন্তত ২০ গ্রামে আজ ঈদুল ফিতর উদযাপন হচ্ছে। জামালপুরের সরিষাবাড়ি উপজেলার ১০ গ্রামে ঈদের নামাজ পড়েন স্থানীয়রা।
চাঁদপুরের ৪০ গ্রামে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। সাদ্রা দরবার শরীফের পীর মাওলানা ইসহাক ১৯২৮ সালে অগ্রিম ঈদ প্রথা চালু করেন। সে অনুযায়ী সৌদি আরবের সংগে মিল রেখে ঈদ উদযাপন করা হয়। শেরপুরেও শতাধিক মুসল্লি ঈদের জামাতে অংশ নেন। মাদারীপুরে ঈদ উদযাপন করেছেন ২৫ গ্রামের অন্তত ৩০ হাজার মানুষ। হরিণাকুন্ডু উপজেলা শহরে ফুটবল মাঠ এলাকায় ঈদের নামাজ আদায় করেন স্থানীয় মুসল্লিরা। এছাড়াও উপজেলার পায়রাডাঙ্গা ও নিত্যানন্দপুরেও ঈদের জামাত হয়। ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরার ২৫ গ্রামের মানুষ ঈদ উদযাপন করছেন।