স্কুল বন্ধ থাকলেও শিশুদের লেখাপড়ার চর্চা চালিয়ে যেতে হবে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
সকালে শহীদ শেখ রাসেল-এর ৫৭তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্কুল বন্ধ থাকলেও শিশুদের লেখাপড়ার চর্চা চালিয়ে যেতে হবে।
এ সময় ৭৫-এর ১৫ আগস্ট শিশু রাসেলকেও বাঁচতে দেয়া হয়নি উল্লেখ করে এমন ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এর আগে শহিদ শেখ রাসেল এনিমেটেড ডকুমেন্টরি ‘বুবুর দেশ’এর প্রদর্শনীর, শেখ রাসেলের জীবনীর উপর প্রকাশিত বই ‘শেখ রাসেল আমাদের আবেগ, আমাদের ভালবাসা’-এর মোড়ক উন্মোচন ও ছবি প্রদর্শনীর এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে শহিদ শেখ রাসেল এর ‘ম্যুরাল’ উন্মোচন ও ‘শহিদ শেখ রাসেল ভবন’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।