স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক চালু করলো স্ট্যান্ডার্ড স্মার্ট ক্রেডিট কার্ড
- আপডেট সময় : ০৮:২৩:২৯ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / ১৬১৩ বার পড়া হয়েছে
আধুনিক জীবনযাত্রায় দৈনন্দিন ঋণ সুবিধার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক চালু করলো স্ট্যান্ডার্ড স্মার্ট ক্রেডিট কার্ড। দুপুরে ঢাকার একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই স্মার্ট কার্ডের উদ্বোধন করা হয়।
এ সময় ব্যাংকটির প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, দেশের রিটেইল ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে পূর্ণাঙ্গ সুবিধা প্রদানকারী ব্যাংক হিসেবে আরও একটি নতুন মাত্রা যোগ করলো স্ট্যান্ডার্ড চার্টার্ড। ব্যাংকটি বাংলাদেশে প্রথম ক্রেডিট কার্ড, এটিএম, ইন্টারনেট ব্যাংকিং সল্যুশন, সম্পূর্ণ স্বয়ংক্রিয় ২৪ ঘণ্টা কল সেন্টার চালু করেছে বলেও জানান তিনি। তিনি বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড গ্রাহকদের চাহিদা-মতো পূর্ণাঙ্গ আর্থিক সেবা প্রদান করে আসছে। সেবা ও সমাধান প্রদানে ক্রমাগত উদ্ভাবনের মাধ্যমে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ রিটেইল গ্রাহকদের অর্থায়নে অগ্রণী ভূমিকাও পালন করছে।