স্ত্রী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ২১ বছর পর রাজধানী থেকে গ্রেফতার

- আপডেট সময় : ০৮:৪৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রী হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আলমকে ২১ বছর পর রাজধানী থেকে গ্রেফতার করেছে রেব। যৌতুকের কারণে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করে সে। রাজধানীর কাওরান বাজারে মিডিয়া সেন্টারে এক ব্রিফিং এ এসব তথ্য জানায় রেব কর্মকতা মোজাম্মেল হক।
যৌতুকের দাবিতে প্রায়শই স্ত্রী আম্বিয়াকে মারধর করতো তার স্বামী আলম। এক পর্যায়ে টাকা দিতে ব্যর্থ হলে কৌশলে স্ত্রীর শরীরে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় পাষণ্ড আলম৷
এরপর দীর্ঘ ২১ বছর আত্মগোপনে থাকে আসামী আলম। ঢাকার বিভিন্ন যায়গায় লুকিয়ে থেকে জীবন যাপন করে আসছিলো সে। বিশেষ অভিযানে রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে আটক করেছে রেব৷
রেব জানায় পরিচয় গোপন করতে জাতীয় পরিচয়পত্রে ঠিকানা, নিজের নাম, মা ও বাবার নাম পরিবর্তন করার পাশাপাশি নতুন বিয়েও করে আলম৷
সারাদেশে বিভিন্ন অপরাধের পলাতক আসামিদের একে একে গ্রেফতার করার কথা জানান রেবের কর্মকর্তা।