স্থগিত করা হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের আরও দুটি ম্যাচ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
ইংলিশ প্রিমিয়ার লিগে বাড়ছে করোনার উপদ্রব। ক্লাবগুলোতে খেলোয়াড়রা আক্রান্ত হওয়ায় স্থগিত করা হয়েছে লিগের আরও দুটি ম্যাচ।
লিভারপুল-লিডস ইউনাইটেড এবং ওয়াটফোর্ড-উলভারহ্যাম্পটনের ম্যাচ স্থগিত করা হয়েছে। লিডস ও ওয়াটফোর্ড শিবিরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ায় দলগুলোর অনুরোধের প্রেক্ষিতে ম্যাচ দুটি স্থগিত করার সিদ্ধান্ত নেয় লিগ কর্তৃপক্ষ। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, ম্যাচের জন্য এ দুই দলের ১৩ সদস্যের দল ঘোষণা করাটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। ওয়ার্টফোর্ড শিবিরে করোনার প্রাদুর্ভাব আগে থেকেই। বার্নলি ও ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে দলটির ম্যাচ বাতিল হয়েছে এর আগে। আর লিডস জানিয়েছে, নতুন করে আরও পাঁচজন আক্রান্ত তাদের দলে। তবে এদের সবাই সুস্থ আছেন। ২৬ ডিসেম্বর লিডসের মুখোমুখি হওয়ার কথা ছিল লিভারপুলের।