স্থবির হয়ে পড়েছে দেশের সাংস্কৃতিক অঙ্গন
- আপডেট সময় : ০১:১৬:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
বিশ্বব্যাপী করোনা ভাইরাস কেন্দ্রিক মানবিক বিপর্যয়ে স্থবির হয়ে পড়েছে দেশের সাংস্কৃতিক অঙ্গনও। করোনা সংক্রমণ রোধে ৩১ মার্চ পর্যন্ত সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, নাটক প্রদর্শনী, সিনেমা হল, চলচ্চিত্র ও টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলা সিনেমার সূতিকাঘর বিএফডিসির চত্ত্বরজুড়ে সুনসান নীরবতা। থমকে আছে শুটিং-ডাবিংসহ সব ধরনের কর্মযজ্ঞ। বৃহষ্পতিবার চলচ্চিত্র সম্পর্কিত সতেরোটি সংগঠনের আনুষ্ঠানিক সিদ্ধান্তে বন্ধ হয়ে গেছে সব কাজ।
বৈঠক শেষে এসএটিভিকে বিস্তারিত জানান চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ এক বিবৃতিতে দেশব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতি আহ্বান জানান।
১৮-৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে জাতীয় নাট্যশালাসহ শিল্পকলা একাডেমির পাঁচটি মিলনায়তন ।
৩১ মার্চ পর্যন্ত সব ধরনের টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ও ডিরেক্টর গিল্ড।