স্থলবন্দর পেট্রাপোল- বেনাপোলের অচলাবস্থা কাটাতে পশ্চিমবঙ্গে দুটি বৈঠক হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
স্থলবন্দর পেট্রাপোল- বেনাপোলের অচলাবস্থা কাটাতে পশ্চিমবঙ্গে দুটি বৈঠক হয়েছে। কলকাতার নবান্নের সভায় একটি সিদ্ধান্ত এলেও শ্রমিক সংগঠনগুলো এতে খুশি না। আগামী এক মাসের সময় বেধে দিয়েছে পেট্রাপোল কর্তৃপক্ষ।
পশ্চিমবঙ্গের নবান্ন দফতরে মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এরপর একই ইস্যুতে বৈঠক করে কলকাতা কাস্টমস কমিশনের দফতরের কর্মকর্তারা। কিন্তু, এখনো নির্দিষ্ট কোন সিদ্ধান্ত আসেনি। পেট্রাপোল বন্দরের এলপি ম্যানেজারের নানাবিধ হয়রানির প্রতিবাদে চারদিন ধরে চলছে অনির্দিষ্টকালের কর্মবিরতি। ফলে ৭ হাজারের বেশি পণ্যবাহী গাড়ি পেট্রাপোল প্রান্তে অপেক্ষায় আছে। এদিকে, পেট্রাপোল বন্দরের শ্রমিক সংগঠনগুলো অভিযোগ করেছে, কাগজপত্র ঠিক থাকলেও বন্দরে প্রবেশে বাধা দিচ্ছেন নতুন এলপি ম্যানেজার কোমলেস সাহানি।