স্থলবন্দরে প্রবেশের অপেক্ষায় কয়েক শত পেঁয়াজবাহী ট্রাক
- আপডেট সময় : ০২:০৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৩৪ বার পড়া হয়েছে
সাতক্ষীরার ভোমরা বন্দর ও যশোরে বেনাপোল স্থলবন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে কয়েক শত পেঁয়াজবাহী ট্রাক। রপ্তানী নিষেধাজ্ঞার পর থেকে এখনো চড়া দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ।
সকালে ভারত থেকে কোনো পেঁয়াজের ট্রাক ভোমরা স্থলবন্দরে প্রবেশ করতে দেখা যায়নি। তবে, ভারতের ঘোজাডাঙ্গায় ব্যবসায়ীদের পূর্বে এলসি করা প্রায় দেড় শতাধিক পণ্যবাহী পেঁয়াজের ট্রাক ভোমরা বন্দরে প্রবেশের অপেক্ষায় রয়েছে। ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, ভারতের ঘোজাডাঙ্গা কাস্টমর্স এ ১৬৫টি পেঁয়াজ ভর্তি ট্রাক অনুমতি পেলেই বাংলাদেশ সীমান্ত পার করবে
এদিকে বেনাপোল স্থলবন্দরে ভারতীয় সীমান্তে আটকা পড়া পেঁয়াজ বোঝাই প্রায় তিনশ ট্রাক বাংলাদেশে প্রবেশে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আজ বিশ্বকর্মা পূজার জন্য আজ ভারতের পেট্রাপোল বন্দরে ছুটি রয়েছে। আগামী দুদিন শুক্রবার ও শনিবার বন্ধ থাকবে বেনাপোল বন্দর।তবে শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকার পরও ভারতীয় কর্তৃপক্ষ তাদের বন্দরে আটকা পড়া পেঁয়াজের চালান যদি বেনাপোল বন্দরে পাঠায় তাহলে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ তা গ্রহণ করবে