জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন আইনমন্ত্রীর
- আপডেট সময় : ০৮:৪১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
- / ১৮০৫ বার পড়া হয়েছে
দেশের মানুষের আইনি অধিকার ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত অন্ধকারে ছিল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেয়ার পর মানুষ বিনামূল্যে আইনগত সহায়তা পাওয়ার অধিকার পেয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরো বলেন, শেখ হাসিনার অধীনে মানবাধিকারসহ সব ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এখন আইনের সহায়তা পাচ্ছে দেশের মানুষ। তবে দুঃখজনক, স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির হার অত্যন্ত কম। লিগাল এইড অফিসগুলোকে বিরোধ নিষ্পত্তির নানা দায়িত্ব দেয়া হয়েছে। ২০০০ সাল থেকে শুরু হওয়া লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সারাদেশে দেড় লাখের উপরে মামলার নিষ্পত্তি হয়েছে। বিচারের জন্য খরচ না করে সাধারণ মানুষ লিগ্যাল এইড অফিসে আইনগত সহায়তা পাবে, সে ব্যাপারে কাজ করতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান আইনমন্ত্রী।