স্থানীয় সরকারের বাজেট নিয়ে বৈষম্যের অভিযোগ করেছে রংপুর সিটি কর্পোরেশন
- আপডেট সময় : ০৬:০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
- / ১৫৬৮ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার বিভাগের বাজেট নিয়ে বৈষম্যের অভিযোগ করেছে রংপুর সিটি কর্পোরেশন। তাই প্রতিষ্ঠার নয় বছর পেরিয়ে গেলেও জাতীয় বাজেটের বরাদ্দে সমান সুযোগ না দেওয়ায় পিছিয়ে পড়ছে রাস্তাঘাট, ড্রেন-কালভার্টের কিছুটা কাজ হলেও পিছিয়ে পড়ছে শিক্ষা ও স্বাস্থ্য খাত। বিশেষজ্ঞরা বলছেন, নাগরিক সেবা নিশ্চিতে চলতি বাজেটে অবহেলিত এই নগরীকে এগিয়ে নিতে উন্নয়ন বরাদ্দের পাশাপাশি দরকার বিশেষ বরাদ্দের।
২০০৮ সালে রংপুর বিভাগ ঘোষণার পর ২০১২ সালের জুনে ৫৬ বর্গকিলোমিটারের রংপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করে সরকার। বর্তমানে দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী এই সিটি কর্পোরেশনের আয়তন ২শ’ ৫ বর্গ কিলোমিটার। ৩৩টি ওয়ার্ডের এই নগরীতে বসবাস প্রায় ১০ লাখ মানুষের।
প্রতিষ্ঠার পর থেকেই অবহেলিত এই নগরীর উন্নয়নে দেয়া হয়নি বিশেষ কোনো বরাদ্দ। ফাইলবন্দী হয়ে মন্ত্রণালয়ে পড়ে আছে জনবল কাঠামোসহ মাস্টার প্ল্যান। ফলে দিন দিন ক্ষীণ হয়ে আসছে নাগরিক সেবা।
১ হাজার ৭শ’ কিলোমিটার কাচা-পাকা সড়কের মধ্যে এখনো কাঁচা সড়ক রয়েছে প্রায় ৬শ কিলোমিটার। সেই সাথে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হয়েছে মাত্র ৬শ কিলোমিটার। নির্মিত হয়নি নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, নেই খেলার মাঠসহ শিশুদের চিত্ত বিনোদন ব্যবস্থা। কর্তৃপক্ষ বলছে সরকারের বরাদ্দ বৈষম্যের কারণে পিছিয়ে রয়েছে এই নগরীর নাগরিক সেবা।
বিশেষজ্ঞরা বলছেন, প্রতিষ্ঠার পর থেকে যতটুকু উন্নয়ন বরাদ্দ দেয়া হয়েছে নগর সেবার মানোন্নয়নে তা পর্যাপ্ত নয়। তারা বলেন, উন্নয়ন বরাদ্দ সমতার ভিত্তিতে নয়, ন্যায্যতার ভিত্তিতে বন্টন হলে কাঙ্খিত উন্নয়ন সম্ভব।
তাই দেশের বৃহত্তম এই নগরীর নাগরিক সেবার মানোন্নয়নসহ বসবাস উপযোগী নগরায়ন গড়ে তুলতে চলতি বাজেটে উন্নয়ন বরাদ্দের পাশাপাশি বিশেষ বরাদ্দের দাবি বিশেষজ্ঞদের।