স্থানীয়দের সঙ্গে রাবি’র শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার তদন্ত শুরু
- আপডেট সময় : ০৩:৩৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩
- / ১৭০৪ বার পড়া হয়েছে
বাস ভাড়া নিয়ে ঝামেলা হওয়ায় স্থানীয়দের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় তদন্ত শুরু করেছে পাঁচ সদস্যের কমিটি। ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তারা। এদিকে, আজ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যথারীতি আবার ক্লাস ও পরীক্ষা শুরু হয়েছে।
সংঘর্ষে বন্ধের দুদিন পর সকাল থেকে সকল বিভাগেরই ক্লাসে ফিরেছে শিক্ষার্থীরা। স্বাভাবিক হতে শুরু করেছে ক্যাম্পাসের চিত্র। দাবি-দাওয়া নিয়ে শিক্ষার্থীদের সাথে ভিসি’র বৈঠক হয়েছে। এদিকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষের ঘটনায় আহত হয়ে ৯২ জন শিক্ষার্থী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে হাসপাতাল ছাড়ছেন। তবে চোখে গুরুতর আঘাত পাওয়া তিন শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। এছাড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এলাকায় শিক্ষার্থীদের রেললাইন অবরোধের ঘটনায় অজ্ঞাত ৩০০ জনের বিরুদ্ধে মামলা করেছে রেল কর্তৃপক্ষ।