স্প্যানিশ লা লিগায় রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ লেভান্তে। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত দেড়টায়।
\মাঠের খেলায় উড়ছে রিয়াল। নিশ্চিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। এছাড়া আগেই নিশ্চিত হয়েছে লিগ শিরোপা। তাই লিগের বাকি ম্যাচগুলো রিয়ালের জন্য শুধুই নিয়ম রক্ষার। ২৯ মে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল রিয়ালের মূল লক্ষ্য। তবে শেষ ম্যাচে মাদ্রিদ ডার্বিতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ১-০ গোলের হারে কিছুটা চাপে গ্যালাক্টিকো শিবির। ঘরের মাঠে এ ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরতে চায় কার্লো আনচেলোত্তির শিষ্যরা। বিশ্রাম কাটিয়ে এ ম্যাচে ফিরতে পারেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা।