স্প্যানিশ লা লিগায় হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় হোঁচট খেয়েছে দুই জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। লিগ টেবিলের তলানির দল কাদিজের সাথে ১-১ গোলে ড্র করেছে রিয়াল আর গেটাফের সঙ্গে গোলশূন্য ড্র করেছে কাতালানরা।
প্রতিপক্ষের মাঠে শুরুতেই এগিয়ে যায় রিয়াল। ম্যাচের পঞ্চম মিনিটে রদ্রিগোর পাস থেকে স্কোরশিটে নাম তোলেন মারিয়ানো দিয়াস। তবে ৩৭ মিনিটে দলক সমতায় ফেরান কাদিজ তারকা সবরিনো। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা ধরে রাখে স্বাগতিকরা। তবে ম্যাচের বাকি সময়ে গোলের দেখা পায়নি কেউই। ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দু’দলকে। এদিকে, গেটাফের মাঠে শুরু থেকেই বিবর্ণ ছিল বার্সেলোনা। বার্সাকে আটকে দিয়ে আগামী মৌসুমে লা লিগায় টিকে থাকা নিশ্চিত করেছে গেটাফে। তবে, জিততে না পারলেও লা লিগায় দ্বিতীয় স্থান নিশ্চিত করে স্প্যানিশ সুপার কাপে জায়গা করে নেয় বার্সেলোনা।