স্প্যানিশ লা লিগায় হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:১৯:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় হোঁচট খেয়েছে রিয়াল মাদ্রিদ। নিয়ম রক্ষার ম্যাচে রিয়াল বেটিসের সাথে গোল শূন্য ড্র করেছে লস ব্লাংকোসরা।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এ নিয়ে বেতিসের বিপক্ষে টানা পাঁচ ম্যাচ জয়হীন রিয়াল মাদ্রিদ। শেষ তিন ম্যাচই হয়েছে গোলশূন্য ড্র। তার আগের দুই ম্যাচে হেরেছে রিয়াল। চার ম্যাচ হাতে রেখে স্প্যানিশ লা লিগার শিরোপা নিশ্চিত করেছে আগেই। ফলে রিয়ালের জন্য ম্যাচটি ছিল শুধুই নিয়ম রক্ষার। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে রিয়ালের শেষ ম্যাচ ছিল এটি। তাই ঘরের মাঠে মৌসুমের শেষ ম্যাচে ছিল ফাইনালের প্রস্তুতিও। তবে বার্নাব্যুতে পুরো ম্যাচে দাপটের সাথে খেললেও গোলের দেখা পায়নি কার্লো অনচেলোত্তির শীষ্যরা।