স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৯:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতলো রিয়াল মাদ্রিদ। অ্যাথলেটিক বিলবাওকে ২-০ গোলে হারিয়ে টুর্নামেন্ট ইতিহাসে ১২তম বারের মতো চ্যাম্পিয়ন হয় গ্যালাক্টিকোররা।
সৌদি আরবের কিং ফাহাদ স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষকে চাপে রাখে রিয়াল। যদিও গোল পেতে গ্যালাক্টিকোদের অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের শেষ মুহুর্ত পর্যন্ত। ৩৮ মিনিটে ডেডলক ভাঙ্গেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার লুকা মদ্রিচ। বিরতির পর ব্যবধান বাড়ান করিম বেনজেমা। এই ফরাসী তারকার গোলে ২-০ গোলের লিড পায় রিয়াল মাদ্রিদ। ৮৭ মিনিটে রিয়াল ডিফেন্ডার এডের মিলিতাও লাল কার্ড দেখে মাঠ ছাড়লে পেনাল্টি পায় বিলবাও। যদিও, থিবো কর্তোয়ার দৃঢ়তায় গোল পায়নি গেল বাবের চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত আর গোল আদায় করতে পারেনি কেউই। ২-০ গোলের জয় নিয়েই এক মৌসুম পর শিরোপা উৎসব করে রিয়াল মাদ্রিদ।