স্বজনদের আহাজারি আর চাপা কান্নায় ভারী হয়ে উঠেছে ঢাকা মেডিকেল
- আপডেট সময় : ০৮:২৮:১১ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
- / ১৫৬২ বার পড়া হয়েছে
স্বজনদের আহাজারি আর চাপা কান্নায় ভারী হয়ে উঠেছে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতাল। বিস্ফোরণের ঘটনায় আহত শতাধিকের মধ্যে এখনো ৩০ জন ভর্তি রয়েছে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সমন্বয়ক জানান, আহতদের অনেকে শঙ্কামুক্ত নন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে । নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।
স্বজনদের এ কান্না থামছেই না। সিদ্দিকবাজারে বিস্ফোরণে গুরুতর আহতদের পরিবারের সদস্যরা দিনভর ঠাই দাড়িয়ে আছে অজানা শঙ্কায়। তাদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে ঢাকা মেডিকেল কলেজের পরিবেশ।
ঢাকা মেডিকেল কলেজের হাসপাতাল এবং শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট চিকিসাধীন ১০ জন এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ।
এদিন প্রধানমন্ত্রীর নির্দেশে আহতদের দেখতে ঢাকা মেডিকেল ও শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট আসেন আওয়ামী লীগের প্রতিনিধি দল। দুর্ঘটনায় আহতদের সব ধরনের চিকিৎসা সেবা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।
হতাহতদের দ্রুত সহায়তা দিতে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে একটি বুথ খুলেছে জেলা প্রশাসন।
পাশাপাশি আহতদের জীবন বাচাতে রক্তদানে এগিয়ে এসেছে ছাত্রলীগ ও সেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন সংগঠন।