স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের বাড়িতে হামলা করেছে আওয়ামী লীগ প্রার্থী সনিয়া সবুর আকন্দের কর্মীরা
- আপডেট সময় : ১২:১১:০৪ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ২নং রাজাপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমানের বাড়িতে হামলা করেছে আওয়ামী লীগ প্রার্থী সনিয়া সবুর আকন্দের কর্মীরা।
স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান জানায়, তার কোন কর্মীকে ভোট চাইতে মাঠে নামতে দেয়া হচ্ছে না। শুধু তাই নয়, সারা ইউনিয়নে ২০ হাজার পোস্টার লাগানো হয়েছে তা সব ছিড়ে ফেলেছে তারা। বাড়িতে এসে ইট পাটকেল ও ককটেল ফাটিয়ে হামলা করেছে।নিরাপত্তার জন্য পুলিশকে ফোন দেয়া হয় কিন্তু পুলিশ কম হওয়ায় তাদের উপরও হামলা চালায়। নৌকা প্রার্থী সনিয়া সবুর আকন্দ এ হামলার ঘটনা অস্বীকার করে বলেন, তারা আমাদের মানহানি করার জন্য থানায় ফোন দিয়ে ভূল বুঝিয়ে দুইজন কর্মীকে গ্রেফতার করিয়েছে।
ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পিরোজপুরে বাড়ছে সহিংসতা। শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর ও নৌকার ৭ সমর্থককে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী বজলুর রহমান নান্নুর সমর্থকদের বিরুদ্ধে।
এদিকে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জহুরুল ইসলাম জাহিদের উঠান বৈঠকের প্রস্তুতির পূর্ব মুহুর্তে গেল রাতে হরিপুর গ্রামে প্রতিপক্ষ প্রার্থী আবু সুফিয়ানের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে প্রায় ৪শ’ চেয়ারসহ টেবিল ভাংচুর করে।