স্বপ্নের এতো কাছে গিয়েও শেষ রক্ষা হলো না বাংলাদেশের
- আপডেট সময় : ০৭:৪৬:১২ অপরাহ্ন, বুধবার, ১৩ অক্টোবর ২০২১
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
স্বপ্নের এতো কাছে গিয়েও শেষ রক্ষা হলো না বাংলাদেশের। সাফ চ্যাম্পিয়নশিপের অঘোষিত সেমিফাইনালে নেপালের সঙ্গে ১-১ গোলে ড্রয়ে টুর্নামেন্ট থেকে বিদায় অস্কার ব্রুজন শীষ্যদের।
হারলেও বিদায় আর জিতলে নিশ্চিত হবে ফাইনাল। এমন সমীকরণ নিয়ে নেপালের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। শুরুটাও হয়েছিলো প্রত্যাশিত। প্রথম সুযোগেই বাজিমাত করে লাল-সবুজ জার্সিধারীরা। বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা রাকিব হোসেন ফাউলের শিকার হলে ফ্রি কিক পায় বাংলাদেশ। জামালের ফ্রি কিকে নেপালের এক খেলোয়াড় মাথা ছোঁয়ালেও বিপদমুক্ত করতে পারেননি। বক্সে ভালো অবস্থায় থাকা সুমন জাল খুঁজে নেন। এগিয়ে যায় বাংলাদেশ। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও ঘোছালো ফুটবল খেলে বাংলাদেশ। তবে, ৭৯ মিনিটে আনিসুর রহমান জিকোর লাল কার্ডে হোচট খায় জামাল ভুইয়ারা। শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি, ৮৮ মিনিটে গোল হজম করে বাংলাদেশ। ড্র করে ফাইনাল নিশ্চিত নেপালের।