স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্রসহ আত্মসমর্পণ করছেন ৩২৩ জন চরমপন্থি
- আপডেট সময় : ০১:১৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
- / ১৬১২ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করবেন ৩২৩ জন চরমপন্থি। জমা দেয়া হবে ২১৯টি আগ্নেয়াস্ত্র।
এ উপলক্ষে সিরাজগঞ্জের সলঙ্গায় রেব-১২ সদরদপ্তরে এক আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী
আসাদুজ্জামান খান কামাল, আইজিপি আব্দুল্লাহ আল মামুন, রেব প্রধান খুরশিদ হাসান ও রেব-১২’এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ উপ-মহাপরিদর্শক মারুফ হাসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা। অতিরিক্ত পুলিশ উপ-মহাপরিদর্শক মারুফ হাসান জানান, স্বাভাবিক জীবনে ফিরতে সিরাজগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ি, টাঙ্গাইল, বগুড়া ও মেহেরপুর জেলার এলএম লাল পতাকা বাহিনীর ২৯৪, জনযুদ্ধ সংগঠনের ৮ এবং সর্বহারা পার্টির ২১ জনসহ মোট ৩২৩ জন চরমপন্থি ২১৯টি অস্ত্রসহ স্বরাষ্ট্রমন্ত্রীর নিকট আত্মসমর্পন করবেন। পরে তাদের বিভিন্নভাবে পুন:র্বাসিত করা হবে।