স্বস্তি নেই মাছ বাজারে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪০:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
- / ১৭২১ বার পড়া হয়েছে
স্বস্তি নেই মাছ বাজারেও। গরীবের মাছ হিসেবে পরিচিত পাঙ্গাস, তেলাপিয়া, সিলভার কার্প মাছের দামও এখন লাগাম ছাড়া। চাইলেই পছন্দমত মাছ কিনতে পারছেনা বগুড়ার মানুষ। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা।
ভাতে মাছে বাঙ্গালী প্রবাদটি যেন দিন দিন ফিকে হয়ে যাচ্ছে। চড়া দামের কারনে প্রাণীজ আমিষের উপাদন মাছ দুরে সরে যাচ্ছে। নিম্নআয়ের মানুষের চাহিদার তালিকার তেলাপিয়া, সিলভার কার্প,গ্রাসকার্প,পাঙ্গাস গত কয়েক মাসে সবচেয়ে বেশি দাম বেড়েছে। আবার রুই, কাতলা,মৃগেলসহ সব ধরনের মাছের দামই বেড়েছে। দেশীয় ছোট মাছ এখন বেশির ভাগই নাগালের বাহিরে।
খাবারের দাম বেড়ে যাওয়ায় বেড়েছে মাছের দাম বলে জানান জেলা মৎস কর্মকর্তা। সরকারী হিসেবে বগুড়ায় ৬০ হাজার পুকুরে প্রায় ১ লাখ মেট্রিক টন মাছ উৎপাদন হচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে বিভিন্ন জেলায়।