স্বাধীনতা ঘোষণার পাঠক কখনো ঘোষক হতে পারে না :ওবায়দুল কাদেরের
- আপডেট সময় : ০৮:৩০:৫২ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
জিয়াউর রহমান ইতিহাসের ফুটনোট মাত্র, ফুটনোট কখনো ইতিহাসের নায়ক হতে পারেন না কিংবা স্বাধীনতার ঘোষক হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরো বলেন, করোনা ভাইরাসের এই দুর্যোগে কুচক্রী মহলের ষড়যন্ত্রকে আওয়ামী লীগের কর্মী ও জনগন একতাবদ্ধ হয়ে প্রতিরোধ করেছে। আলাদা দুটি অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। আর তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের অভিযোগ, মিথ্যা ও ষড়যন্ত্র হচ্ছে বিএনপির রাজনীতির মূল ভিত্তি।
বুধবার সকালে বরিশাল সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় নিজ বাসভবন থেকে ভার্চুয়ালী যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, স্বাধীনতার ঘোষণার পাঠক কখনো ঘোষক হতে পারে না। আর তাই জিয়াউর রহমান কখনোই স্বাধীনতার ঘোষক নন।
এরপর জাতীয় শোক দিবস উপলক্ষে ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির আলোচনা সভা ও করোনা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন ওবায়দুল কাদের ।
এ সময় তিনি বলেন, করোনা ভাইরাসের এই কঠিন সময়ে একটি মহল বিভেদের ভাইরাস ছড়িয়ে ফায়দা লোটার চেষ্টা করছে।
সেমিনার শেষে ত্রান ও সমাজকল্যান উপ কমিটির উদ্যোগে সারাদেশে ১০টি হাসপাতালকে হাই ফ্লো ন্যাসাল ক্যানোলা, অক্সিজেন কনসেন্ট্রেটর ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
সচিবালয়ে সাংবাদিকদেরকে ব্রিফিং এ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির শীর্ষ নেতাদের বক্তব্য খুনি ও খুনের পক্ষে।
সিংকঃ ড. হাছান মাহমুদ, তথ্যমন্ত্রী।