স্বাধীনতা পুরস্কার ২০২১ ঘোষণা করা হয়েছে
- আপডেট সময় : ০৭:১৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৭ মার্চ ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
স্বাধীনতা পুরস্কার ২০২১ ঘোষণা করা হয়েছে- জাতীয় পর্যায়ে গৌরবজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৯ ব্যক্তি এবং ১ প্রতিষ্ঠান এই পুরস্কার পাচ্চেন।
রোববার মন্ত্রিপরিষদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনিত ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়েছে। জাতীয় পর্যায়ে গৌরবজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার-২০২১ এ মনোনিত করা হয়েছে। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৪ জনকে মরণোত্তর পুরস্কার প্রদান্ করা হচ্ছে । এই ৪ জন হলেন, এ কে এম বজলুর রহমান, শহিদ আহসান উল্লাহ মাস্টার, বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ এবং আখতারুজ্জামান চৌধুরী বাবু। বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশেষ অবদানের জন্য ড. মৃন্ময় গুহ নিয়োগী, সাহিত্যে মহাদেব সাহা, সংস্কৃতিতে আতাউর রহমান ও গাজী মাঝারুল আনোয়ার, সমাজসেবায় বিশেষ অবদানের জন্য অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন। এছাড়া এবার প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনিত করা হয়েছে।