স্বাধীনতা-বিরোধীদের পুরস্কৃত করে দেশকে ভিন্ন পথে নেয়ার চেষ্টা করেছিল জিয়াঃ প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২২:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ১৫ই আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ঘাতকরা মুক্তিযুদ্ধের নীতি-আদর্শ নস্যাৎ করতে চেয়েছিলো। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমান স্বাধীনতা ও মানবতা-বিরোধীদের পুরস্কৃত করে বাংলাদেশকে ভিন্ন পথে নিয়ে যাবার চেষ্টা করেছিল। আর খালেদা জিয়া খুনের রাজনীতি কায়েম করে আওয়ামী লীগ ও স্বাধীনতার চেতনাকে ধংসের পাঁয়তারা করেছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের এ আলোচনা সভা। করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরের এ আয়োজনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আলোচনায় শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পিছনে জিয়াউর রহমান ও খন্দকার মোস্তাকের ভুমিকা তুলে ধরে বলেন, এরা স্বাধীনতার চেতনাকে ধংস করতে অপচেষ্টা চালিয়েছিলো।
খালেদা জিয়া আওয়ামী লীগকে ধংস করতে নানা সময়ে ক্লিনহার্টের মত নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল অভিযোগ করে সরকার প্রধান বলেন, এভাবেই হত্যা আর দুর্নীতির রাজনীতি করে বিএনপি খুন আর ত্রাসের রাজত্ব শুরু করেছিল। উচ্চ আদালত সামরিক শাসনামলের অর্ডিন্যান্স বাতিল করে দেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশ আবার মুক্তিযুদ্ধের চেতনা ফিরে এসেছে।
আলোচনায় আওয়ামী লীগ নেতারা বঙ্গবন্ধুর হত্যার পিছনে পরিকল্পনাকারী ও মদদদাতাদের মরনোত্তর বিচার দাবি করেন।