স্বাধীনতা বিরোধীরা আর কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:০৪:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
- / ১৫৩২ বার পড়া হয়েছে
বাংলার মাটিতে স্বাধীনতা বিরোধীরা আর কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
দুপুরে বাংলাদেশ কমিউনিটি বেজড মেডিকেল কলেজের ২৫ বছর উপলক্ষে রজত জয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। যারা বঙ্গবন্ধুকে ছোট করে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক মানে তারা জাতির শত্রু। হরতালের নামে যারা মানুষকে পুড়িয়ে হত্যা করে দেশকে ধ্বংস করতে চায় , তারা কখনও বাংলাদেশের মঙ্গল চায় না বলেও মন্তব্য করেন তিনি। তারেক জিয়া লন্ডনে বসে স্বপ্ন দেখতে পারে, কিন্তু তা কখনই বাস্তব রুপ নেবে না এমন মন্তব্য করে আব্দুর রাজ্জাক বলেন, দুর্নীতি করে বিদেশে বিলাস বহুল জীবন যাপন করলেও বাংলায় কখনই তার জায়গা হবে না।