স্বাধীনতা সংগ্রামের সকল শর্ত আওয়ামী লীগ ভঙ্গ করেছে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৯:২১ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
স্বাধীনতা সংগ্রামের সকল শর্ত আওয়ামী লীগ ভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই স্বাধীনতার ইতিহাস ঠিক রাখতে বর্তমান সরকারকে হটাতে আন্দোলকারী সকল দলকে ঐক্য গড়ে তোলার আহবান তিনি।
বিকেলে জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতার ইশতেহার পাঠ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী আওয়ামী লীগই দেশকে ধ্বংশ করে দিয়েছে। তিনি আরো বলেন, গণতন্ত্রকামী মানুষের জন্য আন্দোলন করার জন্যই বেগম খালেদা জিয়াকে সকরার মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছে। তই খালেদা জিয়াকে মুক্তির পথ উন্মুক্ত করতে সকল গণতন্তমনা মানুষ ও দলকে আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তোলার আহবান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।