স্বার্থন্বেষী মহল থেকে বেশি মুনাফা আদায়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স ৪ বছর মেয়াদে রাখতে চায় : শিক্ষামন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১৪:৫২ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
৩ বছরের মধ্যে কারিগরি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স শেষ করা সম্ভব বলে মনে করেন শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি। তবে, স্বার্থন্বেষী মহল শিক্ষার্থীদের কাছ থেকে বেশি মুনাফা আদায় ও সময় নষ্ট করতেই ৪ বছর মেয়াদে রাখতে চায় বলে মনে করেন তিনি।
জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শোক দিবসের শিশু কিশোর চিত্রাঙ্কন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় উন্নত বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তুলনা করে দেশের কারিগরি শিক্ষার মেয়াদ নির্ধারণের কথা সরকার ভাবছে বলেও জানান দিপুমনি। কারিগরিতে অনিয়মিত শিক্ষার্থী ও তাদের ফলাফল বিচার-বিশ্লেষন করেই এমপিওভুক্তি থেকে বাদ দেয়া হয়েছে বলেও জানান তিনি। সরকার এ ক্ষেত্রে যথেষ্ট জোর দিচ্ছে বলেও জানান শিক্ষা মন্ত্রী।