স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার মালেকের বিরুদ্ধে অস্ত্র আইনে বিচার শুরু
- আপডেট সময় : ০৭:৫৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
- / ১৬৯৪ বার পড়া হয়েছে
দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তুলে, দেশজুড়ে আলোচিত সমালোচিত, স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার মালেকের বিরুদ্ধে অস্ত্র আইনে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত। সকালে ঢাকার মহানগর ১ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক কে এম ইমরুল কায়েশ অভিযোগ গঠন করে এই আদেশ দেন। একই সঙ্গে ৫ থেকে ৮ এপ্রিল সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করে আদালত। অনুসন্ধানে পাওয়া তথ্য প্রমাণ এবং ১৩ জন সাক্ষীর মাধ্যমে মামলাটি প্রমাণ করা হবে বলে জানায় রাষ্ট্রপক্ষ। অন্যদিকে সাজানো মামলায় মালেকের বিচার শুরু করা হচ্ছে বলে অভিযোগ করে আসামীপক্ষ।
স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার হয়েও সম্পদের পাহাড় গড়ে দেশজুড়ে আলোচনায় আসেন আব্দুল মালেক।
চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গেলো ২০ সেপ্টেম্বর ঢাকার তুরাগ এলাকা থেকে গাড়িচালক মালেককে গ্রেপ্তার করে রেব। এসময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ টাকার জাল নোট, একটি ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়।
বৃহস্পতিবার তুরাগ থানায় দায়ের করা অস্ত্র মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।
অন্যদিকে আসামীপক্ষের দাবী, দুর্নীতির অভিযোগ থাকলেও মালেকের বিরুদ্ধে অস্ত্র মামলাটি ছিল সাজানো।
আদেশের বিস্তারিত অনুলিপি খতিয়ে দেখে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানায় আসামীপক্ষ।