স্বাস্থ্য খাতে এবার বড় বাজেট দেয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:০৪ অপরাহ্ন, শনিবার, ৫ জুন ২০২১
- / ১৫৪১ বার পড়া হয়েছে
স্বাস্থ্য খাতে এবার বড় বাজেট দেয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
দুপুরে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে তার মা- ফৌজিয়া মালেকের স্মৃতিচারণ সভা ও দোয়া মাহফিলে একথা বলেন তিনি। এসময় স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, করোনা ভ্যাক্সিন দেয়া শুরু হলেও সাপ্লাই ঠিকমতো না পাওয়ায় কিছু সমস্যা হয়েছে। তবে এ মাসেই বেশকিছু ভ্যাক্সিন পাওয়া যাবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। এছাড়াও দেশের ৮টি বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতাল, ৮টি কিডনি হাসপাতাল, ৮টি কার্ডিয়াক হাসপাতালের অনুমোদন দেয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।